ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, তার দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দারুণভাবে কমতে শুরু করেছে। তিনি বলেন, সরকার এবং জনগণের মধ্যে পারস্পারিক সহযোগিতার কারণে এই ভাইরাসে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা কমে গেছে।
ইরাজ হারিরচি আজ (শনিবার) ঘোষণা করেন যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শতকরা ৫০ ভাগ এবং মৃত্যুর ঘটনা শতকরা ৭০ ভাগ কমে গেছে। তিনি বলেন, সরকার এবং জনগণের কার্যকর পদক্ষেপের কারণে বেশিরভাগ প্রদেশে করোনায় মৃত্যুর ঘটনা কমে এসেছে।
তিনি জোর দিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচি করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের এ মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, করোনাভাইরাসের টিকা এবং ওষুধ আবিষ্কারের আগে বিশ্বে আরো ২/৩ বার এ ধরনের মহামারী ছড়িয়ে পড়তে পারে। ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত পাঁচ হাজার ৫৭৪ জন মারা গেছেন এবং ৮৮ হাজার ১৯৪ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন।
করোনায় ইরানে শতকরা ৭০ ভাগ মৃত্যু কমেছে
Reviewed by Iftekhar Ahamed
on
এপ্রিল ২৬, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই: